يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿۲۱﴾
হে মানব সম্প্রদায়! তোমরা স্বীয় প্রতিপালকের উপাসনা কর যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরও; হয়ত তোমরা এরূপে সাবধানী (ও আত্মসংযমী) হতে পার।